ভ্রমণ, জেলার সংবাদ

পর্যটন কেন্দ্র বন্ধ, মেঘনাপাড়ে বিনোদনপ্রিয় মানুষের ভিড়

ভোলা প্রতিনিধি

ডিবিসি নিউজ

রবিবার ১৬ই মে ২০২১ ০৬:৩৫:১৫ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

করোনা সংক্রমণের মধ্যেও ভোলার মেঘনা পাড়ে ভিড় বাড়ছে। ঈদের ছুটিতে বিনোদনের আশায় ছুটে আসছেন শত শত মানুষ। তবে এদের বেশিরভাগ মানুষই মানছেনা স্বাস্থ্যবিধি বা সামাজিক দূরত্ব।

রবিবার (১৬ মে) সরেজমিনে গিয়ে দেখা যায়, দূর-দূরান্ত থেকে আসা মানুষেরর ঢল নেমেছে মেঘনা পাড়ে। কেউ কেউ আবার পরিবার পরিজন নিয়ে নদীর উত্তাল আর প্রকৃতির নির্মল বাতাস উপভোগ করছেন। কেউ ছবি তুলছেন। কেউবা নৌকা, ট্রলার ও স্পিডবোটে ঘুরে বেড়াচ্ছেন। পরিবার-পরিজন আর বন্ধু বান্ধবদের নিয়ে মেঘনা পাড়ে আড্ডায় মেতে উঠছেন কেউ কেউ।

ভোলার অন্যান্য এলাকার মত ইলিশা ফেরিঘাটেও প্রায় ২ কিলোমিটার এলাকা জুড়ে বিনোদনপ্রিয় মানুষের ভিড়। মেঘনার ঢেউ, বিস্তীর্ণ জলরাশির গা ঘেঁষে ব্লকবাঁধ আর নৌকায় বসে সময় পার করছেন তারা।

করোনা সংক্রমণ এড়াতে কেউ কেউ স্বাস্থ্যবিধি মেনে চললেও অনেকেই আবার তা মানছেন না, কারো মুখে নেই মাস্ক। জড়ো হয়ে আড্ডা দিচ্ছেন মানুষ। তবে সবাই যেন স্বাস্থ্যবিধি মেনে চলে এমন দাবি সচেতন মানুষের।

আরও পড়ুন