জাতীয়, সাক্ষাৎকার

পশু বহনকারী ট্রাকে চাঁদাবাজি করতে দেয়া হবে না: আইজিপি

শামীম আহমেদ

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ৩০শে জুলাই ২০২০ ১০:৩৯:৩৩ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

কোরবনির পশু পরিবহণে চাঁদাবাজি ঠেকাতে কঠোর নজরদারির ব্যবস্থা নেয়া হয়েছে। পাশাপাশি রেল, বাস ও লঞ্চ টার্মিনালে যাত্রী ও স্থাপনার নিরাপত্তায় বাড়ানো হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা। ডিবিসি নিউজের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেছেন, পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদ।

করোনা মহামারির কারণে এবারের ঈদুল আজহায় ঢাকা ছাড়ার ভিড় কম সড়ক ও নৌ পথে। রেলেও তেমন যাত্রীদের চাপ নেই। সবই করোনার প্রভাব। দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলের অনেক এলাকাই এখন বন্যাকবলিত। ফলে এবারের ঈদ উদযাপন হবে একটু ভিন্নভাবে, বলছেন পুলিশ প্রধান বেনজীর আহমেদ।

তিনি বলেন, 'আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একাধিকবার কথা বলেছেন মিডিয়ার সামনে। আপনারও প্রচার করেছেন। এ কারণে মানুষ বেশ সচেতন। বন্য ও করোনা এই দুটোকে মাঝে রেখেই আমাদের ঈদ উদযাপন করতে হবে। করোনার কারণে প্রচুর লোক আগেই ঢাকা থেকে মুভ করেছেন।'

করোনা এবং বন্যা এসব কারণে গণসমাগম কম হওয়ার সম্ভাবনা থাকলেও নির্দিষ্ট স্থানগুলোতে পুলিশের নজরদারি রয়েছে এবং করোনা মহামারিতে ঈদুল আজহা নিরাপদ হবে বলে আশা জানিয়ে আইজিপি জানান, 'ঢাকা বা বড় শহর থেকে কোন বড় মুভমেন্ট হবে এটা আমরা আশা করছিনা। তারপরেও বাস, ট্রেন ও লঞ্চ টার্মিনাল ও ফেরিঘাটে আমাদের ল' ইনফোর্সমেন্ট ডেপ্লয়মেন্ট রয়েছে।'

পাশাপাশি কোরবানির পশু পরিবহণ এবং গরুর হাটে চাঁদাবাজির ব্যাপারে আইন শৃংখলা বাহিনীর কঠোর অবস্থানের কথাও জানালেন পুলিশ প্রধান। বেনজীর আহমেদ আরও বলেন, 'হাটকেন্দ্রিক ডেপ্লয়মেন্ট আছে যাতে গরু ট্রলার কিংবা ট্রাকে করে নিরাপদে আসতে পারে সে বিষয়ে আমাদের নজরদারি আছে। যেকোন ধরনের চাঁদাবাজির বিরুদ্ধেও আমাদের নজরদারি আছে।'

ঈদের ছুটিতে যে কোন ধরণের অপরাধ সংগঠিত করতে দেয়া হবে না বলেও দেশবাসীকে আশ্বস্ত করে পুলিশের আইজিপি জানান, 'ফ্রম দ্য প্রসপেক্টিভ অব ল' ইনফোর্সমেন্ট কোন ধরনের সমস্যা হবেনা। অন্যান্য সময় যে সকল হুমকি থাকে এসময়, সেগুলো আমাদের বিবেচনায় রয়েছে। আশা করি শান্তিতেই সবাই ঈদ উদযাপন করতে পারবেন।'

আরও পড়ুন