আন্তর্জাতিক, ভারত

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে চতুর্থ ধাপের ভোটগ্রহণ শুরু

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

শনিবার ১০ই এপ্রিল ২০২১ ০৮:০৫:৩৮ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের চতুর্থ ধাপের ভোটগ্রহণ শুরু হয়েছে। স্থানীয় সময় সকাল সাতটা থেকে পশ্চিমবঙ্গের ৫ জেলার ৪৪টি কেন্দ্রে ভোট শুরু হয়।

চতুর্থ ধাপে কুচবিহার, আলিপুরদুয়ার, হাওড়া, হুগলি ও উত্তর ২৪ পরগনায় ভোট হচ্ছে।  এ দফায় প্রতিদ্বন্দ্বিতা করছেন ৬৪ জন প্রার্থী। প্রথম তিন দফায় সংঘর্ষ-সহিংসতার মধ্য দিয়েই নির্বাচন অনুষ্ঠিত হয়। যেকারণে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ নিশ্চিত করতে অতিরিক্ত নিরাপত্তারক্ষী মোতায়েন করা রয়েছে। এছাড়া ইভিএমে ভোটগ্রহণ নিয়েও সতর্ক থাকার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।

এদিকে, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পশ্চিমবঙ্গে প্রচারে এসে ষড়যন্ত্র করছেন, দাঙ্গা লাগাচ্ছেন বলে অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। 

আরও পড়ুন