আন্তর্জাতিক, ভারত

পশ্চিমবঙ্গ ও আসামে মোদীর ভাষণ

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

সোমবার ২২শে ফেব্রুয়ারি ২০২১ ০৬:৩০:১৩ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

এবার সরকারে পরিবর্তন আনতে হবে বলে মন করে ফেলেছেন পশ্চিমবঙ্গের মানুষ। সোমবার ভারতের পশ্চিমবঙ্গের হুগলিতে এক ভাষণে একথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ সময় বিজেপি পশ্চিমবঙ্গে আসল পরিবর্তন আনবে বলে মন্তব্য করেন তিনি।

মোদী বলেন, পশ্চিমবঙ্গের মানুষ কেন্দ্রের টাকা পাচ্ছেন না। তৃণমূল মানুষের টাকা লুট করছে। কিষাণ নিধি ও আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা থেকে তাদের বঞ্চিত করেছে তৃণমূল সরকার। পশ্চিমবঙ্গের আগে আসামের ধিমাজিতেও বক্তব্য রাখেন মোদী।

সোমবার দুই রাজ্যেই বেশ কয়েকটি প্রকল্প উদ্বোধন করেন মোদী। উদ্বোধন অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেও উপস্থিত ছিলেন না পশ্চিমবঙ্গের  মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গ ও আসামে যতবার সম্ভব আসবেন, ঘোষণা দিয়েছেন মোদী।  

আরও পড়ুন