আন্তর্জাতিক, আমেরিকা

'পশ্চিম তীরে ইহুদি বসতি স্থাপন বৈধ'

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

মঙ্গলবার ১৯শে নভেম্বর ২০১৯ ১১:৫০:২৯ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

পশ্চিম তীরে ইহুদি বসতি স্থাপন আন্তর্জাতিক আইনের সঙ্গে সাংঘর্ষিক নয়, এমন মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও।

সোমবার ওয়াশিংটন ডিসিতে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেছেন তিনি। এর মধ্যে দিয়ে এই ইস্যুতে গত চার দশকের অবস্থান পরিবর্তন করলো দেশটি।

পম্পেও সাংবাদিকদের বলেন, আইনি দিকগুলো গভীরভাবে পর্যবেক্ষণের পর যুক্তরাষ্ট্র মনে করে, পশ্চিম তীরে ইহুদি বসতি স্থাপনকে আন্তর্জাতিক আইনের সঙ্গে সাংঘর্ষিক বলাটা ভুল হবে। এই অবস্থানকে স্বাগত জানিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ঐতিহাসিক ভুল সংশোধন করেছে যুক্তরাষ্ট্র। এটি অন্যদেরও অনুসরণ করা উচিৎ।

তবে ক্ষোভ প্রকাশ করে ফিলিস্তিনের প্রধান মধ্যস্ততাকারী সায়েব ইরিকাত বলেছেন, এই সিদ্ধান্ত বৈশ্বিক স্থিতিশীলতা, নিরাপত্তা এবং শান্তি হুমকিতে ফেলবে।

প্রসঙ্গত, ১৯৬৭ সাল থেকে ফিলিস্তিনের পশ্চিম তীরে বসতি স্থাপন শুরু করে ইসরায়েল। তারপর থেকেই এর ন্যায্যতা নিয়ে ইসরায়েলের সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়ের বিরোধ চলছে।  

আরও পড়ুন