আন্তর্জাতিক, পাকিস্তান

পাকিস্তানের স্পিকার করোনা আক্রান্ত

ময়ূখ

ডিবিসি নিউজ

শুক্রবার ১লা মে ২০২০ ০১:৪৫:২৮ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

পাকিস্তানের জাতীয় সংসদের স্পিকার আসাদ কায়সার এবং মেয়ে ও ছেলে করোনা আক্রান্ত হয়েছেন।

বৃহস্পতিবার আসাদ কায়সারের কোভিড-১৯ টেস্টের পজিটিভ আসে। এরপর থেকেই তিনি হোম কোয়ারেন্টিনে রয়েছেন। পাকিস্তানের স্পিকার আসাদ কায়সার নিজেই টুইট করে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর দিয়েছেন।

তিনি জানান, টেস্ট পজিটিভ আসার পরেই বাড়িতে কোয়ারেন্টিনে রয়েছেন। দিন কয়েক আগে পাকিস্তানের সিন্ধ প্রদেশের রাজ্যপালও করোনায় আক্রান্ত হন। পাকিস্তানে করোনা হটস্পটগুলোর একটি সিন্ধ প্রদেশ।

বৃহস্পতিবার একদিনে পাকিস্তানে হাজারের কাছাকাছি করোনাভাইরাস পজেটিভ শনাক্ত হয়েছে। বিশ্বের করোনাভাইরাসের পরিসংখ্যান জানার ওয়েবসাইট ওয়াল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার পর্যন্ত পাকিস্তানে করোনা সংক্রমণে মারা গেছেন ৩৬১ জন। এর মধ্যে গত ১২ ঘণ্টায় মৃত্যু হয় ১৮ জনের। পাকিস্তানে মোট করোনা আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৪৭৩ জন।

আরও পড়ুন