আন্তর্জাতিক, পাকিস্তান

পাকিস্তানে পৃথক হামলায় নিহত ৭ সেনা 

হ্যাপী মাহমুদ

ডিবিসি নিউজ

মঙ্গলবার ১৯শে মে ২০২০ ১০:৫৮:৩৭ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

পাকিস্তানের বালুচিস্তানে পৃথক দুটি হামলায় দেশটির অন্তত সাত সেনা নিহত হয়েছে। এ ঘটনার পর পাকিস্তান সরকার বলেছে, সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান আরো জোরদার হবে।

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তর বা আইএসপিআর'র বিবৃতিতে বলেছে, সোমবার রাতে প্রাদেশিক রাজধানী কোয়েটা থেকে প্রায় ৫৫ কিলোমিটার দূরে পির ঘাইব এলাকায় সেনা বহনকারী গাড়ি লক্ষ্য করে রাস্তার পাশে পেতে রাখা বোমার বিস্ফোরণ ঘটিয়েছে সন্ত্রাসীরা। নিয়মিত টহলের দায়িত্ব পালন শেষে এসব সেনারা ঘাঁটিতে ফিরছিলো বলে জানানো হয় ওই বিবৃতিতে। এই হামলায় ছয় সেনা নিহত হয়।  

পৃথক আরেক ঘটনায় প্রদেশের মান্দ এলাকায় সন্ত্রাসীদের সঙ্গে গুলিবিনিময়ের ঘটনায় এক সেনা নিহত হয়েছে বলেও জানিয়েছে পাকিস্তানের আইএসপিআর। এখন পর্যন্ত কোনো ব্যক্তি বা গোষ্ঠী এসব হামলার দায় স্বীকার করেনি।

এ মাসের শুরুতে বেলুচিস্তানে আরেক হামলায় পাকিস্তানের ছয় সেনা নিহত হয়। পাকিস্তানের বেলুচিস্তানে বিচ্ছিন্নতাবাদী তৎপরতার রয়েছে।

আরও পড়ুন