আন্তর্জাতিক, পাকিস্তান, আইন ও কানুন

পাকিস্তান সংসদ ভবনে হামলার মামলায় ইমরান খান খালাস

মো. হামিদুর রহমান

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ২৯শে অক্টোবর ২০২০ ০৬:৫১:২৫ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

২০১৪ সালের পাকিস্তান সংসদ ভবনে হামলার ঘটনায় দায়ের করা মামলায় দেশটির প্রধানমন্ত্রী ইমরান খানকে খালাস দিয়েছে ইসলামাবাদের সন্ত্রাসবিরোধী একটি আদালত।

বৃহস্পতিবার বিচারক রাজা জাওয়াদ আব্বাস হাসান এই আদেশ দেন।

পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি, প্রতিরক্ষা মন্ত্রী পারভেজ খাট্টাক, শিক্ষামন্ত্রী শফকত মেহমুদ এবং পরিকল্পনামন্ত্রী আসাদ উমরকে পরবর্তী শুনানিতে তলব করেছে।

এছাড়াও, প্রাদেশিক মন্ত্রী আলেম খান ও শওকত ইউসুফজাই এবং পিটিআইয়ের প্রাক্তন মহাসচিব জাহাঙ্গীর তারিনকেও শুনানিতে ডাকা হয়েছে। ২০১৪ সালে ৩১শে আগস্ট, ইমরান খানের নেতৃত্বাধীন পিটিআই এবং পিএটি কর্মীরা সংসদ ভবন ও প্রধানমন্ত্রীর বাসভবন অভিমুখে অগ্রসর হলে সংবিধান অ্যাভিনিউতে মোতায়েনরত পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়ে পরেন। এতে ঘটনাস্থলে ৩ জন নিহত ও ২৬ জন আহত হয়।

আরও পড়ুন