সংস্কৃতি

পাঠক, দর্শনার্থী আর লেখক সমাগমে জমজমাট গ্রন্থমেলা

শামীম আহমেদ

ডিবিসি নিউজ

রবিবার ৯ই ফেব্রুয়ারি ২০২০ ১২:৪৮:২৩ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

পাঠক, দর্শনার্থী আর লেখক সমাগমে বেশ জমে ওঠেছে অমর একুশে গ্রন্থমেলা। বিখ্যাত লেখকদের ঘিরে ভিড় করছেন পাঠক-দর্শনার্থীরা। মেলার ৭ম দিনে প্রকাশিত হয়েছে সাড়ে ৮শ’র বেশি বই।

আড্ডা-গানেও বেশ জমে ওঠেছে অমর একুশে গ্রন্থমেলা। তবে, সপ্তম দিনের বইমেলার ছোট কাগজ চত্বরে তেমন একটা ভিড় দেখা যায়নি।

নবীন লেখকদের বই প্রকাশে প্রকাশকদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন খ্যাতিমান লেখক মুহম্মদ জাফর ইকবাল। তবে, সাহিত্য ক্ষেত্রে নতুন প্রজন্মের আগ্রহ আশাব্যঞ্জক নয় বলে মনে করেন অনেকেই।

এদিকে, বিখ্যাত লেখকদের প্রকাশনা স্টলগুলোতে তুলনামুলক বেশি ভিড় দেখা গেছে। শনিবার সকালে, মোড়ক উন্মোচন করা হয় শহীদুল ইসলামের লেখা ‘নিষিদ্ধ গল্প’ বইটির।

এর আগে, শিশুপ্রহরে ক্ষুদে পাঠকদের ভিড় ছিলো চোখে পড়ার মতো। শিশুপ্রহরে আজও আনন্দে মেতে ওঠে শিশু কিশোররা। অভিভাবকদের হাত ধরেই শিশু চত্বরের মঞ্চে তারা সময় কাটায় সিসিমপুরের প্রিয় সব চরিত্রগুলোর সঙ্গে। মঞ্চে ইকরি মিকরি, টুকটুকি আর হালুম। ছোট্টমনিদের স্বপ্নের সব চরিত্র একেবারে চোখের সামনে। শিশুদের সঙ্গেই নেচে গেয়ে সময় কাটিয়েছে তারা। সঙ্গে যোগ দিয়েছিলেন অভিভাবকরাও। প্রতি শুক্রবার আর শনিবারে শিশুদের এই আয়োজন শুরু হয় সকাল ১১টায়।

আরও পড়ুন