বাংলাদেশ, চাকরি, জাতীয়, অর্থনীতি, নারী

পুরুষদের তুলনায় নারীদের প্রতিষ্ঠানে কর্মসংস্থানের হার বেশি

মো. হামিদুর রহমান

ডিবিসি নিউজ

বুধবার ২৫শে নভেম্বর ২০২০ ১১:১৬:৫৪ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

পুরুষদের তুলনায়, নারীদের মালিকানাধীন এসএমই প্রতিষ্ঠানে কর্মসংস্থানের হার বেশি। গবেষণা করে এ তথ্য পেয়েছে পলিসি রিসার্চ ইনস্টিটিউট ও আইডিএলসি।  

জরিপের তথ্য অনুযায়ী, নারী পরিচালিত প্রতিষ্ঠানে ১৪৬ শতাংশের বেশি কর্মসংস্থান হয়েছে। পুরুষদের বেলায় এ হার ১০০ শতাংশ। সবমিলে গত পাঁচ বছরে দেশের শ্রমবাজারে ১০৫ শতাংশের বেশি চাকরির সুযোগ তৈরি করেছে এসএমই খাত।  

গবেষণা বলছে, পাঁচ বছরে এসএমই শিল্পে ২ কোটি কর্মসংস্থান হয়েছে। সবচেয়ে বেশি চাকরির সুযোগ তৈরি হয়েছে সেবাখাতে। এ খাতের কর্মসংস্থানের প্রবৃদ্ধি ১৭৪ শতাংশ। উৎপাদনখাতে প্রবৃদ্ধির হার ১৩১ শতাংশ। এই সময়ে ৮০ শতাংশ হারে বেড়েছে সেবাখাতের এসএমই। আর বাণিজ্য ভিত্তিক এসএমইএ প্রবৃদ্ধি হয়েছে ৩৯ শতাংশ।

আরও পড়ুন