জাতীয়, অর্থনীতি, রাজধানী

পেঁয়াজের মূল্য নিয়ন্ত্রণে ভোক্তা অধিদপ্তরের সাড়াশি অভিযান

Kamrul Islam Rubel

ডিবিসি নিউজ

বুধবার ৬ই নভেম্বর ২০১৯ ০৮:১৫:৫৭ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বৃহস্পতিবার থেকে সাড়াশি অভিযান পরিচালনা করবে ভোক্তা অধিদপ্তর।

পেঁয়াজের মূল্য নিয়ন্ত্রণে আগামীকাল বৃহস্পতিবার থেকে সাড়াশি অভিযানে নামবে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার কারওয়ান বাজার ও পুরান ঢাকার শ্যামবাজারে পেঁয়াজের দাম বেশি রাখায় ১০ ব্যবসায়ী প্রতিষ্ঠানকে জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। দেশি পেঁয়াজ কেজি প্রতি ৯০ টাকা মিয়ানমার ও মিশরের পেঁয়াজ কেজি প্রতি ৮৫ টাকা করে বিক্রি করতে পাইকারি ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছে ভোক্তা অধিকার। তবে, কম দামে বিক্রিতে লোকসানের কথা জানিয়ে হতাশা প্রকাশ করেছে পাইকারি ও খুচরা বিক্রেতারা।

আরও পড়ুন