অর্থনীতি, রাজধানী

পেঁয়াজ কেনা বন্ধ করে দিয়েছেন পাইকাররা

শামীম আহমেদ

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ৭ই নভেম্বর ২০১৯ ১২:৪৪:২৯ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ভোক্তা অধিকারের অভিযানের পর, নতুন করে পেঁয়াজ কেনা বন্ধ করে দিয়েছেন কারওয়ানবাজারের পাইকারি ব্যবসায়ীরা।

তারা বলছেন, মোকাম থেকে ১১৫ থেকে ১২০ টাকায় দেশি পেঁয়াজ কিনতে হচ্ছে, আর মিয়ানমারের পেঁয়াজ কিনছেন ৮৫ থেকে ৯০ টাকায়। কিন্তু, সরকার থেকে দেশি পেঁয়াজ ১শ টাকা এবং মিয়ানমারের পেঁয়াজ ৮৫ থেকে ৯০ টাকায় বিক্রির নির্দেশ এসেছে।

জরিমানার ভয়ে মূল্য তালিকায় সরকারি দর লিখলেও, লোকসান হওয়ার কারণে এ নির্দেশ মানা সম্ভব নয় বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। সে কারণে অনেক ব্যবসায়ী বিক্রি বন্ধ রেখেছেন। এছাড়া, নতুন করে পেঁয়াজ না কিনে দোকানে থাকা বর্তমান মজুদ শেষ হওয়ার অপেক্ষা করছেন অনেকে।

আরও পড়ুন