আন্তর্জাতিক, ইউরোপ

পোল্যান্ড ও মেক্সিকোতে ফাইজারের নকল করোনা টিকা জব্দ

মো. হামিদুর রহমান

ডিবিসি নিউজ

শুক্রবার ২৩শে এপ্রিল ২০২১ ০৩:০৪:৩৩ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

পোল্যান্ড ও মেক্সিকোতে ফাইজারের নকল টিকা পাওয়া গেছে। দেশগুলোতে প্রতিষ্ঠানটির নাম সংবলিত টিকা আটক করে পরীক্ষা নিরীক্ষার পর প্রতিষ্ঠানটির পক্ষ থেকে সেগুলোকে নকল বলে ঘোষণা করা হয়।

মেক্সিকোর একটি ক্লিনিকে ৮০ জনকে এই টিকা দেয়া হয়। বাংলাদেশি মুদ্রায় সেগুলোর দাম ২ লাখ টাকার  বেশি।

দেশটির কোভিড বিষয়ক মুখপাত্র জানিয়েছেন, এসব টিকায় করোনা প্রতিরোধী কোন উপাদান পাওয়া যায়নি।

এদিকে, ফাইজারের নিরাপত্তা বিষয়ক প্রধান জানিয়েছেন, বিশ্বজুড়ে টিকা সংকট বৃদ্ধি পাওয়ায় এ ধরণের প্রতারণা বৃদ্ধি পেয়েছে।

এসব টিকা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। নকল টিকা চিহ্নিত করে সেগুলোর সরবরাহ বন্ধের আহ্বান জানিয়েছে সংস্থাটি।

আরও পড়ুন