খেলাধুলা, অন্যান্য খেলা

প্রথমবার কোন এটিপি শিরোপা জিতলো গ্রিক তারকা 

হ্যাপী মাহমুদ

ডিবিসি নিউজ

সোমবার ১৯শে এপ্রিল ২০২১ ০৪:০৭:২৯ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মন্টে কার্লো টেনিসের ফাইনালে আন্দ্রে রুভলভকে হারিয়ে প্রথম কোন এটিপি মাস্টার্স শিরোপা জিতলেন স্টেফানোস সিতসিপাস। ক্যারিয়ারের সেরা ম্যাচে স্টেফানোস জেতেন ৬-৩, ৬-৩ গেমে।

৩য় বারের মতো কোন ফাইনালে ওঠেন এই গ্রিক তারকা; এর আগে টরেন্টোতে রাফায়েল নাদাল ও মাদ্রিদে নোভাক জকোভিচের কাছে হেরে শিরোপা ছোয়া হয়নি সিতসিপাসের।

মন্টে কার্লো মাস্টার্সের ফাইনালে ১ ঘণ্টা ১২ মিনিটের ম্যাচে এবার জেতেন শিরোপা। কোয়ার্টার ফাইনালে ১১ বারের মন্টে কার্লো টেনিস চ্যাম্পিয়ন রাফায়েল নাদালকে হারানো রাশান রুভলভ কঠিন প্রতিপক্ষই ছিল ২২ বছর বয়সি সিতসিপাসের।

সরাসরি সেটে জিতে মোমেন্টাম নিজের করেছেন এই গ্রিক তরুণ। ফ্রেঞ্চ ওপেন শুরুর আগে ক্লে-কোর্টে দুর্দান্ত পারফরমেন্সে প্রথম শিরোপা জয়ের আনন্দ সিতসিপাসের।

আরও পড়ুন