আন্তর্জাতিক, এশিয়া

ফুকুশিমার দূষিত পানি সাগরে ফেলার সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

শুক্রবার ৩০শে এপ্রিল ২০২১ ০৫:০৫:০৮ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সাগরে জাপানের ফুকুশিমা পারমাণবিক কেন্দ্রের দূষিত পানি ফেলার সিদ্ধান্ত বাতিলের দাবিতে বিক্ষোভ করেছেন দক্ষিণ কোরিয়ার জেলেরা।

শুক্রবার দক্ষিণ কোরিয়ার ৯টি বন্দরনগরীর প্রায় ৮শ জেলে অংশ নেন বিক্ষোভে। বিক্ষোভ থেকে তারা ফুকুশিমার বর্জ্য সাগরে না ফেলার দাবি জানান তারা। সেই সঙ্গে এমন সিদ্ধান্ত থেকে সরে আসতে জাপানের প্রতি আহ্বান জানান জেলেরা। বিক্ষোভের সময় ব্যানারে জাপানের সিদ্ধান্ত বাতিলে বিভিন্ন শ্লোগান লিখে প্রতিবাদ জানান তারা।

এছাড়া জাপনের সিদ্ধান্তের নিন্দাও জানানো হয়। চলতি মাসের শুরুর দিকে ফুকুশিমা পারমাণবিক কেন্দ্র থেকে লাখের বেশি দূষিত পানি সাগরে ফেলার সিদ্ধান্তের কথা জানায় জাপান। এরপর থেকেই এমন সিদ্ধান্তের নিন্দা জানিয়ে আসছে দক্ষিণ কোরিয়াসহ বিভিন্ন দেশ।

আরও পড়ুন