আন্তর্জাতিক, এশিয়া

ফুকুশিমা পারমাণবিক কেন্দ্রের পানি সমুদ্রে ফেলবে জাপান

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

মঙ্গলবার ১৩ই এপ্রিল ২০২১ ১২:০৯:০২ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ফুকুশিমা পারমাণবিক কেন্দ্র থেকে ১০ লাখ টনের বেশি দূষিত পানি সমুদ্রে ফেলার সিদ্ধান্ত নিয়েছে জাপান।

আগামী দুই বছরের মধ্যে এই দূষিত পানি নির্গমন প্রক্রিয়া শুরু হবে।জাপান সরকার বলছে, পুরো প্রক্রিয়া শেষ হতে লাগতে পারে কয়েক দশক। পারমাণবিক শক্তি কেন্দ্রটি পরিচালনার দায়িত্বে থাকা টোকিও ইলেক্ট্রিক পাওয়ার দূষিত পানি নির্গমনের বিষয়টি পর্যবেক্ষণ করছে।

জাপানের এমন সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে দক্ষিণ কোরিয়া ও জলবায়ু বিষয়ক বেশ কিছু সংস্থা। দূষিত পানি সমুদ্রে ফেললে তা জলজ প্রাণির ওপর বিরূপ প্রভাব ফেলবে এমন আশঙ্কা করছে তারা।এছাড়া মৎস্য শিল্পের সঙ্গে জড়িত প্রতিষ্ঠানও এমন সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে।

এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলেও এসব অঞ্চলের মাছ বিক্রি হবে না এমন আশঙ্কাও করছেন ব্যবসায়ীরা। 

আরও পড়ুন