জাতীয়, নারী

ফোর্বসে বিশ্বের ১০০ ক্ষমতাধর নারীর তালিকায় শেখ হাসিনা

আকরাম হোসেন

ডিবিসি নিউজ

বুধবার ৯ই ডিসেম্বর ২০২০ ০২:৩০:৩৭ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ফোর্বস ২০২০ সালে বিশ্বের ক্ষমতাধর নারীর তালিকায় ৩৯তম স্থানে শেখ হাসিনা।

যুক্তরাষ্ট্রের অর্থ-বাণিজ্য বিষয়ক সাময়িকী ফোর্বস ২০২০ সালে বিশ্বের ১০০ ক্ষমতাধর নারীর তালিকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তালিকায় তার অবস্থান ৩৯তম।

বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দীর্ঘসময় প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকা শেখ হাসিনা এবার চতুর্থ মেয়াদে দায়িত্ব পালন করছেন। ২০১৮ সালের ৩০শে ডিসেম্বরের নির্বাচনে জিতে টানা তৃতীয়বারের মত সরকারের দায়িত্ব নেয় তার দল আওয়ামী লীগ।

ফোর্বস জানায়, এবারের মেয়াদে খাদ্য নিরাপত্তা এবং জনগণের শিক্ষা ও স্বাস্থ্য সেবা প্রাপ্তিতে গুরুত্ব দিচ্ছেন শেখ হাসিনা। তার অবিরাম সংগ্রাম বাংলাদেশে গণতন্ত্রকে একটি শক্ত ভিত্তি দিয়ে যাচ্ছে। মঙ্গলবার প্রকাশিত ফোর্বসের এই বার্ষিক তালিকায় এবার ৩০টি দেশের নারীদের নাম এসেছে।

টানা দশমবারের মত এ তালিকার শীর্ষস্থানে আছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল। আর দ্বিতীয় অবস্থানে আছেন ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রধান ক্রিস্টিন লগার্ড।

আরও পড়ুন