ফুটবল

ফ্রেঞ্চ লিগে বড় জয় পেয়েছে পিএসজি

আকরাম হোসেন

ডিবিসি নিউজ

শনিবার ২৩শে জানুয়ারী ২০২১ ১১:১৯:১৪ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ফ্রেঞ্চ লিগ ওয়ানে রাতের ম্যাচে বড় জয় পেয়েছে প্যারিস সেন্ট জারমেইন। ঘরের মাঠে মঁপেলিয়েকে ৪-০ গোলে হারিয়েছে তারা। এ জয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থান ধরে রেখেছে দলটি।

ফ্রেঞ্চ লিগ ওয়ানের শিরোপাটা যেন নিজেদেরই করে নিতে চায় প্যারিস সেন্ট জার্মেইন। শেষ ৮ আসরের ৭ বারই চ্যাম্পিয়ন পিএসজি। শিরোপার দৌড়ে এবারও শীর্ষস্থানে তারা। তবে তাদের প্রতিপক্ষ পয়েন্ট তালিকার ১১ নম্বরে থাকা মঁপেলিয়ে।

শেষ ৮ ম্যাচে জয়ী পিএসজির জয়রথ যেখানে থামছেই না, সেখানে শেষ ৬ ম্যাচে জয় নেই মঁপেলিয়ের। খেলা শেষ হওয়ার ঠিক ২০ মিনিট আগে পিএসজি ফরোয়ার্ড এমবাপ্পেকে ফাউল করে লালকার্ড দেখে মাঠ ছাড়েন মঁপেলিয়ে গোলকিপার জোনাস ওমলিন।

দশজনের দলের বিরুদ্ধে সহজ সুযোগ হাতছাড়া করেননি পিএসজির আক্রমণভাগের খেলোয়াড়রা। গোল উৎসবের সূচনা করেন ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে। ডি মারিয়ার থ্রু গোলে পরিণত করে দলকে এনে দেন কাঙ্ক্ষিত লিড।

মিনিট তিনেক পরই সুযোগ এসেছিলো নেইমারের সামনেও। তবে বদলি গোলকিপারের দৃঢ়তায় এ যাত্রায় রক্ষা মঁপেলিয়ের।

তবে দ্বিতীয়ার্ধে শুরুতে ম্যাচ যখন গড়িয়েছে এক ঘণ্টায় তখন আর সুযোগ হাতছাড়া করেননি নেইমার। এমবাপ্পের সহায়তায় বল জালে জড়ান ব্রাজিলিয়ান সুপারস্টার।

মিনিট পেরোতেই আরও একবার গোল মঁপেলিয়ের জালে। এবার গোল উৎসবে শামিল হলেন আর্জেন্টাইন স্ট্রাইকার মাউরো ইকার্দিও।

শুরুর মতো শেষটাও হলো এমবাপ্পের হাত ধরেই। ৬৩ মিনিটে আগের গোলদাতা ইকার্দির থ্রুতেই বল জালে জড়িয়ে জোড়া গোল এমবাপ্পের।

৬৯ মিনিটে লেভিন কুরজাওয়ার দুর্দান্ত বাইসাইকেল কিক গোলবারে লেগে ফিরলে ৪-০তেই জয় নিয়ে মাঠ ছাড়ে পিএসজি। এ জয়ে ২১ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষস্থানটা ধরে রাখলো পিএসজি।

আরও পড়ুন