জেলার সংবাদ, বইপত্র, শিক্ষা

'বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী' বই উপহার পেলো ২১শ শিক্ষার্থী

নরসিংদী প্রতিনিধি

ডিবিসি নিউজ

রবিবার ১লা মার্চ ২০২০ ০৪:২৬:৫০ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মুজিব শতবর্ষ উপলক্ষে নরসিংদী চেম্বার অব কমার্সের ব্যতিক্রমী আয়োজনের মধ্যদিয়ে 'বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী' বই পেলো নরসিংদীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২১০০ শিক্ষার্থী।

রবিবার (১লা মার্চ) দুপুরে, নরসিংদীর মোসলেহ উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে এ বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি। নরসিংদী জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইনের সভাপতিত্বে বই বিতরণ অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-৩ আসনের সংসদ সদস্য জহিরুল হক ভূঁইয়া মোহন, নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ডা. আনোয়ারুল আশরাফ খান দিলীপ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মতিন ভূঁইয়া, চেম্বার অব কমার্সের সভাপতি আলী হোসেন শীশিরসহ অন্যান্য বইপ্রেমী ও সুধীজনেরা উপস্থিত ছিলেন।

চেম্বার অব কমার্সের পক্ষ থেকে ব্যতিক্রমী আয়োজনের মধ্যদিয়ে বই উপহার পাওয়া শিক্ষার্থীরা আয়োজকদের ধন্যবাদ জানায়।

আরও পড়ুন