ভারত

বঙ্গবন্ধুর ছবিতে ফুল দিয়ে শ্রদ্ধা মমতা বন্দ্যোপাধ্যায়ের

শামীম আহমেদ

ডিবিসি নিউজ

মঙ্গলবার ১৭ই মার্চ ২০২০ ১০:৪৯:৩৫ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভায় পালন হল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মদিন।

মঙ্গলবার (১৭ই মার্চ) বিধানসভার স্পিকার ও সদস্যদের নিয়ে বঙ্গবন্ধুকে শ্রদ্ধাভরে স্মরণ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এসময় বঙ্গবন্ধুর ছবিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। পরে ফেসবুকে এক পোস্টে মমতা বন্দোপাধ্যায় বলেন, এই অবিসংবাদিত নেতা মাতৃভাষা এবং মাতৃভূমির জন্য লড়াই করে আজও জাতির অনুপ্রেরণা হয়ে আছেন।

এদিকে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার সকালে তিনি প্রতিকৃতিতে ফুল দিয়ে এ শ্রদ্ধা জানান। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর এক টুইটে ফাইল ছবি দিয়ে মোদি লেখেন, বাংলাদেশের উন্নয়নে তার সাহসিকতা ও অবিস্মরণীয় অবদানের জন্য তিনি চিরজীবী থাকবেন।

আরও পড়ুন