খেলাধুলা, অন্যান্য খেলা

বঙ্গবন্ধু গেমসে প্রবেশে লাগবে করোনা নেগেটিভ সনদ

আবু বকর

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ১লা এপ্রিল ২০২১ ০৫:৪৪:৪৮ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

করোনা নেগেটিভ সনদ দেখিয়ে প্রবেশ করতে হবে বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের কারাতে ইভেন্টে। এছাড়া, প্রবেশের ৭২ ঘন্টা আগে করোনা পরীক্ষা করাতে হবে খেলোয়াড়দের।

আজ বৃহস্পতিবার (১লা এপ্রিল) সকালে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের হল রুমে সংবাদ সম্মেলনে এসব কথা জানান ফেডারেশনের সাধারণ সম্পাদক ক্যশৈহ্লা।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, 'কোন খেলোয়াড় করোনা পজেটিভ হলে খেলতে পারবেন না। এছাড়া, ফেডারেশনের কোন কর্মকর্তা করোনা নেগেটিভ সনদ না দেখিয়ে ভ্যেনুতে প্রবেশ করতে পারবেন না।'

এবার কারাতের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে বান্দরবানের মেঘলার জেলা পরিষদ কমিউনিটি সেন্টার হল রুমে।

বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের বিশাল এ আয়োজনে দেশের ২৯টি ভেন্যুতে ৫ হাজার ৩০০ অ্যাথলেট ৩১টি ডিসিপ্লিনে মোট ৩৭৮টি সোনার লড়াইয়ে অংশ নিচ্ছেন। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের পর্দা নামবে ১০ এপ্রিল।

আরও পড়ুন