খেলাধুলা, ক্রিকেট

বদলে যাচ্ছে ক্রিকেটের অনেক নিয়ম-কানুন

মুহাম্মদ খালেদ হাসান

ডিবিসি নিউজ

মঙ্গলবার ১৯শে মে ২০২০ ০৩:০৯:০৮ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে বদলে যাচ্ছে ক্রিকেটের  অনেক নিয়ম কানুন। সংক্রমণের আশঙ্কায় এরইমধ্যে বলে মুখের লালা কিংবা থুতু ব্যবহার নিষিদ্ধ করেছে ইন্টারন্যাশাল ক্রিকেট কাউন্সিল।

থুতুর পরিবর্তে এখন থেকে ঘাম ব্যবহার করা যাবে। সোমবার আইসিসির ক্রিকেট কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। বাতিল করে দেয়া হয়েছে বাহ্যিক কোনো বস্তু ব্যবহারের চিন্তা। তবে বাড়বে ডিআরএস পদ্ধতিতে প্রতি ইনিংসে একটি করে রিভিউ। এবং থাকবে না কোনো বাড়তি বদলি খেলোয়াড়ের ব্যবহার।

যে দেশে খেলা এই সময়টায় সে দেশের ম্যাচ অফিসিয়াল দিয়ে খেলা পরিচালনা করা হবে। ক্রিকেট কমিটির চেয়ারম্যান অনীল কুম্বলে জানিয়েছেন, এসব আইন আপাতত ব্যবহার করা হবে। ক্রিকেট কমিটির সুপারিশ যাবে আইসিসি পরিচালনা কমিটির কাছে। ২৮ মের ভার্চুয়াল বৈঠকে যা অনুমোদন পেতে পারে।

আরও পড়ুন