আন্তর্জাতিক, ইউরোপ

বন্যার কারণে ভেনিসে জরুরি অবস্থা জারি

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

শুক্রবার ১৫ই নভেম্বর ২০১৯ ০৮:৫৭:৫১ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বন্যার কারণে ইতালির ভেনিসে জরুরি অবস্থা জারি করেছে দেশটির সরকার। বৃহস্পতিবার সন্ধ্যায় জরুরি অবস্থা জারি করেন ইতালির প্রধানমন্ত্রী জুসেপ্পে কন্তে।

পর্যটকদের অন্যতম আকর্ষণ ভেনিস নগরীতে জোয়ারের পানি বেড়ে ছয় ফুটেরও বেশি উচ্চতায় ওঠার পর জরুরি অবস্থা জারি করলো সরকার।

প্রধানমন্ত্রী জানান, বন্যায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ সরবরাহে দ্রুত কাজ করা হবে।  ৫০ বছরের মধ্যে রেকর্ড পরিমাণ জোয়ারের পানিতে ঐতিহাসিক রাজপ্রাসাদসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ছে এলাকার মানুষ। এরই মধ্যে নগরীর ৮০ শতাংশের বেশি পানিতে তলিয়ে গেছে। এ পর্যন্ত বন্যায় দুজনের মৃত্যু হয়েছে।   

আরও পড়ুন