আন্তর্জাতিক, আরব

'বর্তমান পরিস্থিতে ইদলিবে যুদ্ধবিরতি পালন সম্ভব নয়'

মো. হামিদুর রহমান

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ১৩ই ফেব্রুয়ারি ২০২০ ০৫:২৩:৫২ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

জাতিসংঘে নিযুক্ত সিরিয়ার স্থায়ী প্রতিনিধি বাশার আল জাফারি বলেছেন, বর্তমান পরিস্থিতিতে তার দেশের গোলযোগপূর্ণ উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশের নিরাপদ এলাকায় যুদ্ধবিরতি পালন করা অসম্ভব।

সন্ত্রাসী গোষ্ঠীগুলো এ নিরাপদ এলাকাকে ব্যবহার করে সিরিয়ার সরকারি সেনা এবং বেসামরিক লোকজনের ওপর হামলা চালাচ্ছে বলে অভিযোগ রয়েছে।

গতকাল বুধবার সিরিয়া বিষয়ে অনুষ্ঠিত জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বিশেষ অধিবেশনে জাফারি বলেন, রাশিয়ার সঙ্গে রাজনৈতিক মতবিরোধ থাকার পরিপ্রেক্ষিতে আমেরিকা এবং পশ্চিমা দেশগুলো সিরিয়া বিষয়ে হস্তক্ষেপ করতে তুরস্ককে ইন্ধন যোগাচ্ছে।

জাফারি আরো বলেন, রাজনৈতিক দ্বন্দ্ব সামরিক উত্তেজনায় রূপ নিয়েছে। ফলে বর্তমানে ইদলিবে যুদ্ধবিরতি পালন করা সম্ভব নয়। সিরিয়ার সংঘাতকে কেন্দ্র করে রাশিয়া এবং তুরস্কের মধ্যে যখন উত্তেজনার সৃষ্টি হয়েছে তখন জাফারি জাতিসংঘে এসব মন্তব্য করলেন।

জাফারি বলেন, ইদলিবে নিরাপদ এলাকার বিষয়ে পশ্চিমা দেশগুলো আস্তানা এবং সোচি চুক্তির ধারাগুলোকে পাত্তা দিচ্ছে না। ইদলিবে চলমান পরিস্থিতিকে ব্যবহার করে আমেরিকা সেখানে হস্তক্ষেপ করার চেষ্টা করছে।

আরও পড়ুন