আন্তর্জাতিক, ইউরোপ

বাগদাদির স্ত্রীকে আটক করেছি: এরদোগান

মো. হামিদুর রহমান

ডিবিসি নিউজ

বুধবার ৬ই নভেম্বর ২০১৯ ০৯:৩৪:২৬ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

জঙ্গি গোষ্ঠী আইএস বা দায়েশের সাবেক প্রধান আবু বকর আল-বাগদাদির স্ত্রী, বোন এবং বোনের স্বামীকে আটক করেছে তুরস্ক।

আজ বুধবার, তুরস্কের রাজধানী আঙ্কারায় এক ভাষণে এ তথ্য জানান প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান।

বাগদাদি নিহত হওয়ার পর আমেরিকা কৃতিত্ব দাবি করে যে প্রচার চালাচ্ছে সেটার সমালোচনা করে তিনি বলেন, বাগদাদি সুড়ঙ্গের ভেতর আত্মহত্যা করেছে, কিন্তু হোয়াইট হাউস এ নিয়ে ব্যাপক লাফালাফি শুরু করেছে। কিন্তু আমরা তাদেরকে আটক করার পরও কোনো লাফালাফি করিনি।

বাগদাদির স্ত্রীকে কোথায় আটক করা হয়েছে তা এরদোগান উল্লেখ করেননি। তবে তার বোন ও বোন জামাইকে সিরিয়া থেকে আটক করা হয়েছে বলে জানান তুর্কি প্রেসিডেন্ট।

২৭শে অক্টোবর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, তাদের বিশেষ বাহিনী সিরিয়ার ইদলিবে অভিযান চালিয়ে আইএসের প্রধান বাগদাদিকে হত্যা করা হয়েছে।

আরও পড়ুন