আন্তর্জাতিক, এশিয়া, আরব

বাগদাদে কূটনৈতিক এলাকায় আবারো রকেট হামলা

মুহাম্মদ খালেদ হাসান

ডিবিসি নিউজ

বুধবার ১৮ই মার্চ ২০২০ ০১:৫৫:০৮ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ইরাকের রাজধানী বাগদাদে কূটনৈতিক এলাকায় আবারো রকেট হামলার ঘটেছে।

মঙ্গলবার রাতের হামলায় কি ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে তা জানাতে পারেনি কর্মকর্তারা। তবে ১০ কিলোমিটার ব্যাপ্তির গ্রিনজোনে কারা রুশ কাতিউশা রকেট হামলা চালিয়েছে তা জানা যায়নি।

এর আগে সোমবার সন্ধ্যায় বাগদাদের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় বিসমায়া ক্যাম্পে অন্তত দুটি রকেট হামলা হয়। ওই ক্যাম্পে যৌথ বাহিনীর একটি অংশ অবস্থান করে। ক্যাম্প বিসমায়া ইরাকে মার্কিন বাহিনীর দ্বিতীয় বৃহত্তম ঘাঁটি।

সম্প্রতি বৃহত্তম ঘাঁটি তাজিতে রকেট হামলায় দুই মার্কিন ও এক ব্রিটিশ সেনা নিহত হয়। জঙ্গিবাদবিরোধী লড়াইয়ে ইরাকি বাহিনীকে সহায়তা করতে বর্তমানে ৫ হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে।   

আরও পড়ুন