আন্তর্জাতিক, অর্থনীতি, আমেরিকা

বাণিজ্য যুদ্ধের অবসান ঘটাতে শুল্ক প্রত্যাহারে সম্মত চীন-যুক্তরাষ্ট্র

ইসতিয়াক হোসেন

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ৭ই নভেম্বর ২০১৯ ০৫:৫৪:১৬ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বাণিজ্য যুদ্ধের অবসান ঘটাতে দফায় দফায় আরোপিত শুল্ক প্রত্যাহারে সম্মত হয়েছে চীন ও যুক্তরাষ্ট্র।

বৃহস্পতিবার এক বিবৃতিতে এমনটা জানিয়েছে চীনের বাণিজ্য মন্ত্রণালয়। দুদেশের মধ্যে বাণিজ্য চুক্তির প্রথম ধাপে পৌঁছানোর আগে দুই পক্ষের কিছু পণ্যের ওপর থেকে একসঙ্গে শুল্ক প্রত্যাহার করতে হবে বলেও জানানো হয়।

চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র গাও ফেঙ্গ জানান, প্রথম ধাপে শুল্ক প্রত্যাহারে পণ্যের সংখ্যা নির্ধারণে দুদেশের মধ্যে আলোচনার হবে। বাণিজ্যিক অস্থিরতার অবসান ঘটাতে গত দুই সপ্তাহ ধরে চীন ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের মধ্যে আলোচনা হচ্ছে। তবে কবে নাগাদ শুল্ক প্রত্যাহারের প্রথম ধাপ কার্যকর হবে তা সম্পর্কে কোন তথ্য দেননি চীনা মুখপাত্র।

এদিকে, আন্তর্জাতিক গণমাধ্যম জানায়, চলতি মাসেই বাণিজ্য চুক্তিতে স্বাক্ষর করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।

আরও পড়ুন