জাতীয়, জেলার সংবাদ

বাল্কহেড-স্পিডবোট সংঘর্ষ: ঘাটের ইজারাদারসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

Kamrul Islam Rubel

ডিবিসি নিউজ

মঙ্গলবার ৪ঠা মে ২০২১ ০৯:১২:৫৫ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মাদারীপুরের শিবচরে বাল্কহেড-স্পিডবোট সংঘর্ষে ২৬ জন নিহত হওয়ার ঘটনায় ঘাটের ইজারদারসহ ৪ জনের বিরুদ্ধে মামলা করেছে নৌপুলিশ।

সোমবার রাতে মাদারীপুরের শিবচর থানায় এ মামলা করা হয়।

এর আগে, মাদারীপুরের শিবচরে বাল্কহেডের সঙ্গে যাত্রীবাহী স্পিডবোটের সংঘর্ষের ২৬ জনের প্রাণহানির ঘটনায় দু'টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটিকে তিন দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

তবে, অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের কারণে এই দুর্ঘটনা ঘটে বলে ধারণা করছে প্রশাসন। এদিকে, দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ২০ হাজার করে নগদ টাকা ও আহতদের চিকিৎসার দায়িত্ব নিয়েছে জেলা প্রশাসন।

গতকাল সোমবার (৩রা মে) সকালে মাদারীপুরের শিবচরে পদ্মা নদীতে নোঙর করে রাখা একটি বাল্কহেডকে একটি স্পিডবোট ধাক্কা দিলে তিন শিশুসহ ২৬ জনের মৃত্যু হয়। এ ঘটনায় জীবিত উদ্ধার করা হয় ৫ জনকে।

আরও পড়ুন