আন্তর্জাতিক, আমেরিকা, এশিয়া, অন্যান্য

বায়ু দূষণের ফলে প্রতিবছর বিশ্বজুড়ে ৮০ লাখ মানুষ প্রাণ হারায়

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

বুধবার ১০ই ফেব্রুয়ারি ২০২১ ০৯:৩৯:৪৭ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বায়ু দূষণে প্রতিবছর বিশ্বজুড়ে ৮০ লাখ মানুষ প্রাণ হারায়। কয়লা ও তেলের মতো জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে হওয়া গ্রিন হাউজ অ্যাফেক্টে এটা ঘটে।

মঙ্গলবার এনভায়রনমেন্টাল রিসার্চ সাময়িকীতে প্রকাশিত এক গবেষণায় একথা জানানো হয়েছে। হার্ভার্ড, বার্মিংহামসহ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের পরিচালিত এক গবেষণায় জানা গেছে, ২০১৮ সালে বিশ্বে মোট মৃত্যুর মধ্যে প্রতি পাঁচজনের একজন দূষণের ফলে প্রাণ হারিয়েছে।

দুষণে মারাত্মক ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে রয়েছে ভারত, চীন, ইউরোপ, যুক্তরাষ্ট্র ও এশিয়ার বেশ কিছু অংশ।  ২০১৫ সালের প্যারিস চুক্তি বাস্তবায়ন করতে পারলে ২০৪০ সালের মধ্যে কয়েক মিলিয়ন মানুষের প্রাণ বাঁচানো সম্ভব হবে বলে গবেষণা পত্রে মন্তব্য করা হয়েছে।

আরও পড়ুন