আন্তর্জাতিক, এশিয়া

বিক্ষোভ-সহিংসতায় মন্দা হংকংয়ের অর্থনীতি

মো. হামিদুর রহমান

ডিবিসি নিউজ

শনিবার ১৬ই নভেম্বর ২০১৯ ০৩:৩৩:১২ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

হংকংয়ে চলমান সরকার বিরোধী বিক্ষোভের জের ধরে শিক্ষাপ্রতিষ্ঠান ছাড়ছে বিদেশি শিক্ষার্থরা।

এদিকে, স্কুলগুলোকে এ ধরনের আন্দোলন  থেকে বিরত থাকতে কর্তৃপক্ষকে ব্যবস্থা নেয়ার অনুরোধ জানিয়েছে দেশটির পুলিশ।

অন্যদিকে, পাঁচ মাস ধরে চলা বিক্ষোভ-সহিংসতায় এক দশকের মধ্যে প্রথম অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছে হংকংয়ে। জুলাই থেকে সেপ্টেম্বর তিন মাসে, এর আগের তিন মাসের তুলনায় হংকংয়ের অর্থনীতি সংকুচিত হয়েছে ৩ দশমিক ২ শতাংশ। এ হিসাবে ২০১৮ সালের তুলনায়, এ বছর তৃতীয় প্রান্তিকে অঞ্চলটির অর্থনীতি নেমে এসেছে ২ দশমিক ৯ শতাংশে।

সহিংস বিক্ষোভের মুখে বিপুল সংখ্যক পর্যটক হারিয়েছে হংকং। এতে সবক্ষেত্রেই অর্থনৈতিক বিপর্যয় দেখা দিয়েছে।  

চীনের মূলভূখণ্ডে বন্দি প্রত্যর্পণের প্রস্তাবিত বিল বাতিলের দাবিতে, গত জুনে থেকে বিক্ষোভে নামে হংকংয়ের গণতন্ত্রকামীরা। বিক্ষোভের মুখে বিলটি বাতিল হলেও, জীবনমান উন্নয়নের দাবিতে কর্মসূচি চালিয়ে যাচ্ছেন বিক্ষুব্ধরা।

আরও পড়ুন