বাংলাদেশ, জাতীয়, প্রবাস

বিদেশে ফিরে যেতে ভোগান্তিতে প্রবাসীরা, প্রয়োজন করোনা মুক্ত সনদ

মুহাম্মদ খালেদ হাসান

ডিবিসি নিউজ

মঙ্গলবার ১০ই মার্চ ২০২০ ০৭:২৩:০৫ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

করোনাভাইরাস আতঙ্কে সারাবিশ্ব

এ অবস্থায় বিপাকে পড়েছেন প্রবাসী বাংলাদেশিরা। বিদেশ থেকে দেশে বেড়াতে এসেছেন, তাদের বিদেশে ফিরতে পোহাতে হচ্ছে বিড়ম্বনা। বিদেশে যেতে হলে সংশ্লিষ্ট দেশের অনেক প্রতিষ্ঠান চাচ্ছে করোনাভাইরাস মুক্ত সনদ। এ অবস্থায় তারা ভিড় করছেন আইইডিসিআরে।

রোগ ত্বত্ত, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান -আইইডিসিআরে ভিড় করছেন দেশে বেড়াতে আসা প্রবাসীরা।

বিদেশে ফিরে যাওয়ার জন্য সবকিছু ঠিক থাকলেও  করোনামুক্ত সনদ চাওয়ায়  যেতে পারছেন না অনেকেই।  এতে করে বেশ বিপাকেই পড়েছেন তারা।

আইইডিসিআরে এসেও পাচ্ছেন না সমাধান।  ভুক্তভোগীদের অনেকেই জানান পররাষ্ট্রমন্ত্রণালয়ে তাদের যোগাযোগ করতে বলেছে আইইডিসিআর। এমন অবস্থায় অনিশ্চয়তার মধ্যে পড়েছেন তারা।

এসব প্রবাসীদের বেশিরভাগই মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে দীর্ঘ দিন ধরে কর্মরত।

আরও পড়ুন