জেলার সংবাদ, অপরাধ

বিদেশ ফেরতের তথ্য পুলিশকে দেয়ায় গৃহবধূর মাথা ফাটালো প্রবাসীর ভাই

নোয়াখালী প্রতিনিধি

ডিবিসি নিউজ

মঙ্গলবার ২৪শে মার্চ ২০২০ ০৯:৩৭:০৬ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নোয়াখালীর কোম্পানীগঞ্জে এক দুবাই প্রবাসীকে হোম কেয়ারেন্টিনে দেয়ার অভিযোগে এক গৃহবধূর ওপর হামলার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২৪শে মার্চ) দুপুরের দিকে, উপজেলার সিরাজপুর ইউনিয়নের মোহাম্মদ নগর গ্রামের নুর মিয়া হাজী বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগীর স্বামী ২ জনকে আসামি করে থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ একজনকে বিকেলে আটক করে। গ্রেপ্তারকৃত শেখ ওমর ফারুক বাবু সিরাজপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের আহাম্মদ উল্যার ছেলে।

ভুক্তভোগীর স্বামী রমজান আলী জানান, গত ২০শে মার্চ একই বাড়ির প্রবাসী জহির আহাম্মদ দুবাই থেকে বাড়িতে আসে। খবর পেয়ে আজ দুপুরের দিকে কোম্পানীগঞ্জ থানার পুলিশ তাকে আটক করে বাধ্যতামূলক বসুরহাট পৌরসভার হোম কোয়ারেন্টিনে দেয়। পরে ওই প্রবাসীর বড় ভাই শেখ ওমর ফারুক তাদের পরিবারকে পুলিশকে তথ্য দেওয়ার জন্য দায়ী করে তার স্ত্রী চামেলী আক্তার (৩২)’র ওপর হামলা করে বেধড়ক পিটিয়ে মাথায় গুরুতর জখম করে মাথা ফাটিয়ে দেয়।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগ পেলে অভিযুক্ত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন