সাহিত্য, কবিতা

বিশিষ্ট কবি গোলাম মোস্তফার মৃত্যুদিন আজ

কামরুল ইসলাম

ডিবিসি নিউজ

মঙ্গলবার ১৩ই অক্টোবর ২০২০ ০৭:৫৯:৫৩ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বিশিষ্ট কবি গোলাম মোস্তফার মৃত্যুদিন আজ। গোলাম মোস্তফার জন্ম ১৮৯৭ সালে যশোর জেলার ঝিনাইদহ মহকুমার শৈলকূপা থানার অন্তর্গত মনোহরপুর গ্রামে।  

শিক্ষা জীবন গোলাম মোস্তফার শিক্ষা জীবনের সূচনা হয় চার বছর বয়সে নিজগৃহে ও পার্শ্ববর্তী দামুকদিয়া গ্রামের পাঠশালায়। স্কুল জীবনেই তার কবি প্রতিভার প্রকাশ ঘটে। ১৯১৬ সালে তিনি দৌলতপুর বি. এল কলেজ থেকে আই. এ এবং ১৯১৮ সালে কলকাতা রিপন কলেজ থেকে বি. এ পাশ করেন। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হলো: হাসনাহেনা, সাহারা, বুলবুলিস্তান, রুপের নেশা, ভাঙ্গাবুক, রুপের নেশা ইত্যাদি।

বাংলা সাহিত্যের সাধক কবি গোলাম মোস্তফা তাঁর শেষ জীবনের কয়েক বছর ঢাকার শন্তিনগরে নিজের বাড়িতে অতিবাহিত করেন। বেশ কিছু দিন রোগ যন্ত্রণা ভোগ করার পর কবি ১৯৬৪ সালের ১৩ অক্টোবর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

আরও পড়ুন