আন্তর্জাতিক, এশিয়া

বিশ্বজুড়ে মিয়ানমারকে বয়কটের ডাক

কাজী শাহরিন হক

ডিবিসি নিউজ

মঙ্গলবার ১০ই ডিসেম্বর ২০১৯ ০১:২৯:২৪ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

রোহিঙ্গা গণহত্যার দায়ে নেদারল্যান্ডসে আন্তর্জাতিক আদালতে মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার শুনানি শুরুর একদিন আগে বিশ্বব্যাপী 'বয়কট মিয়ানমার ক্যাম্পেইন’ শুরু করেছে রোহিঙ্গা মুসলিমদের সমর্থনে মানবাধিকার সংগঠনগুলো।

সোমবার দ্য ফ্রি রোহিঙ্গা কোয়ালিশন এক বিবৃতিতে জানায়, বিশ্বের ১০ টি দেশের ৩০ টি মানবাধিকার সংগঠন ‘মিয়ানমার বয়কট’ এর ডাক দিয়েছে।

মিয়ানমারকে অর্থনৈতিক, সাংস্কৃতিক, কূটনৈতিক ও রাজনৈতিক চাপে ফেলতে এই ক্যাম্পেইন শুরু করা হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি। মিয়ানমারকে বয়কট করতে বিভিন্ন করপোরেশন, বিদেশি বিনিয়োগকারী, পেশাজীবী এবং সাংস্কৃতিক সংগঠনগুলোকেও আহ্বান জানানো হয়েছে।

এদিকে, মানবতার স্বার্থে গাম্বিয়াকে সব ধরনের সহযোগিতা করবে বলে যৌথ এক বিবৃতিতে জানিয়েছে নেদারল্যান্ডস ও কানাডা । গত নভেম্বরে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া সংখ্যালঘু রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যার দায়ে মিয়ানমারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে, তারই শুনানি শুরু হবে মঙ্গলবার।

আরও পড়ুন