আন্তর্জাতিক

বিশ্বে করোনায় মৃত্যু ৪ লাখ ছাড়িয়েছে

Kamrul Islam Rubel

ডিবিসি নিউজ

রবিবার ৭ই জুন ২০২০ ১২:৫২:৩১ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সারাবিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৪ লাখ ছাড়িয়েছে।

বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৪ লাখ ছাড়িয়েছে। আর মোট আক্রান্তের সংখ্যা ৬৯ লাখ ছাড়িয়েছে। তবে, সুস্থ হয়েছেন প্রায় ৩৪ লাখ মানুষ।

এদিকে, ইতালিকে ছাড়িয়ে করোনায় আক্রান্তের সংখ্যায় শীর্ষ ছয়ে এখন ভারত। দেশটিতে ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে সর্বোচ্চ ৯ হাজার ৮শ' ৮৭ জন। এ নিয়ে ভারতে মোট আক্রান্ত হয়েছেন ২ লাখ ৪৫ হাজারের বেশি। একদিনে সর্বোচ্চ ২শ' ৯৪ জনের মৃত্যুসহ মোট মৃত্যু ৬ হাজার ৯শ' জনের বেশি।

আক্রান্ত ও নিহতের সংখ্যায় সবার ওপরে আছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটিতে আক্রান্ত হয়েছেন ১৯ লাখ ৭৫ হাজারের বেশি। মৃত্যু ১ লাখ ১১ হাজার ছাড়িয়েছে।

আক্রান্তের দিক থেকে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে মোট মৃত্যু ছাড়িয়েছে ৩৫ হাজার, আক্রান্ত হয়েছেন সাড়ে ৬ লাখের বেশি। আক্রান্তের দিকে তৃতীয় অবস্থানে রয়েছে রাশিয়া। এখন পর্যন্ত দেশটিতে আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৫৮ হাজারের বেশি। মৃত্যু হয়েছে ৫ হাজার ৭শ' ২৫ জনের।

অন্যদিকে জার্মানিকে ছাড়িয়ে এবার আক্রান্তের সংখ্যায় শীর্ষ আটে দক্ষিণ আমেরিকার দেশ পেরু। দেশটিতে মোট আক্রান্ত ১ লাখ ৮৭ হাজারের বেশি।

আরও পড়ুন