আন্তর্জাতিক, আমেরিকা, অন্যান্য

বিশ্ব পানি দিবস আজ

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

সোমবার ২২শে মার্চ ২০২১ ১০:৪৯:৫০ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বিশ্ব পানি দিবস আজ। ১৯৯৩ সাল থেকে পানির গুরুত্ব ও ঘাটতি সম্পর্কে সচেতনতা তৈরীর জন্য বিশ্ব জুড়ে দিবসটি পালন করা হয়। দৈনন্দিন জীবনে পানির গুরুত্বকে তুলে ধরতে এবছর দিবসটির প্রতিপাদ্য 'পানির মূল্যায়ন'।

জাতিসংঘের মতে, বিশ্বে প্রায় ৪শ' কোটি মানুষ পানির ঘাটতিতে ভোগে। শুধুমাত্র বিশুদ্ধ ও নিরাপদ পানির অভাবেই রয়েছে দেড়শ' কোটির বেশি মানুষ। জাতিসংঘের টেকসই উন্নয়ন

লক্ষ্যমাত্রা অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে বিশ্বের সব মানুষের জন্য পানি ও স্যানিটেশন নিশ্চিত করার কথা থাকলেও সংস্থাটি বলছে পানির সংকট দিন দিন বেড়েই চলেছে। ধারণা করা হচ্ছে, ২০৫০ সালের মধ্যে পৃথিবীর প্রায় অর্ধেক জনসংখ্যা পানি বিহীন এলাকায় বাস করবে।

এক বিবৃতিতে জাতিসংঘ জানিয়েছে, খাদ্য, স্বাস্থ্য, অর্থনীতিসহ জীবনের প্রতিটি ক্ষেত্রে পানির মূল্য অপরিসীম। এর গুরুত্ব এড়িয়ে যাওয়া মানে হলো অপূরণীয় সম্পদটিকে ঝুঁকিতে ফেলে দেয়া।

আরও পড়ুন