জাতীয়, অর্থনীতি

বিশ্ব প্রতিযোগিতার সক্ষমতা সূচকে বাংলাদেশের অবনতি

ইসতিয়াক হোসেন

ডিবিসি নিউজ

বুধবার ৯ই অক্টোবর ২০১৯ ০১:৫৩:১৯ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

এ তালিকায় শীর্ষে সিঙ্গাপুর। বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী ভিয়েতনাম ৬৭তম, আর প্রতিবেশী ভারত ৬৮তম।

বিশ্ব প্রতিযোগিতার সক্ষমতা সূচকে দুই ধাপ অবনতি হয়ে বাংলাদেশের অবস্থান এখন ১০৫। বুধবার সকালে, রাজধানীর ইআরএফ অডিটরিয়ামে বিশ্ব অর্থনৈতিক ফোরামের পক্ষ থেকে বেসরকারি গবেষণা সংস্থা সিপিডি গ্লোবাল কম্পিটিটিভনেস রিপোর্ট প্রকাশ করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ১০টি সূচকে বাংলাদেশের অবনতি হয়েছে। উন্নতি হয়েছে শুধু স্বাস্থ্য ও পণ্যবাজারে। শ্রমবাজার ও ব্যবসা বৈচিত্র্যে সবচেয়ে পিছিয়ে বাংলাদেশ। প্রতিবেদনে ওঠে এসেছে, দেশে পাবলিক কন্ট্রাক্টের ক্ষেত্রে ৭৮ শতাংশ ব্যবসায়ীকে ঘুষ দিতে হয়। আমদানি-রপ্তানিতে ৭৪ শতাংশ এবং কর পরিশোধে আরো ৭৪ শতাংশ ব্যবসায়ীকে ঘুষ দিতে হয়।  

এদিকে, এবার যুক্তরাষ্ট্রকে হটিয়ে দিয়ে এ তালিকায় শীর্ষে ওঠে এসেছে সিঙ্গাপুর। বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী ভিয়েতনাম ১০ ধাপ এগিয়ে ৬৭তম, আর প্রতিবেশী ভারত ১০ ধাপ পিছিয়ে ৫৮ থেকে ৬৮তম। সিপিডি বলছে, সূচকে উন্নতি করতে হলে শ্রমশক্তির দক্ষতা বাড়ানো ও সুশাসনে গুরুত্ব দিতে হবে বাংলাদেশকে।
 

আরও পড়ুন