বিনোদন, সংস্কৃতি, অন্যান্য

বিশ্ব বেতার দিবস...

কামরুল ইসলাম

ডিবিসি নিউজ

শনিবার ১৩ই ফেব্রুয়ারি ২০২১ ০৮:৩৫:১৭ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

রেডিও সর্বাপেক্ষা প্রাচীন ও জনপ্রিয় গণমাধ্যম। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় বেতারের ভূমিকা ছিল অপরিসীম। আজ বিশ্বব্যাপী পালিত হবে জাতিসংঘ ঘোষিত ১০ম বিশ্ব বেতার দিবস। বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশেও পালিত হচ্ছে দিবসটি। নতুন বিশ্ব, নতুন বেতার এই প্রতিপাদ্য এবারের দিবস পালিত হচ্ছে।

বিনোদন, তথ্য সরবরাহ ও যোগাযোগের মাধ্যম হিসেবে বেতার সম্প্রচারের গুরুত্বকে তুলে ধরার জন্য প্রতিবছর ১৩ই ফেব্রুয়ারি বিশ্ব  রেডিও দিবস হিসেবে পালন করা হয়।

স্প্যানিশ রেডিও অ্যাকাডেমির পক্ষ থেকে ইউনেস্কোর কাছে  প্রথম বিশ্ব  রেডিও দিবস পালনের অনুরোধ আসে ২০১০ সালের সেপ্টেম্বর মাসে। ২০১২ সালে জাতিসংঘের সাধারণ পরিষদেও এই দিনটি বিশ্ব রেডিও দিবস হিসেবে পালনের বিষয়টি গৃহীত হয়।

বিশ্ব বেতার দিবস উদযাপনে বাংলাদেশ এখন বিশ্বের কাছে একটি অনুসরণীয় মডেল দেশ। বাংলাদেশ বেতার ১২টি আঞ্চলিক বেতার কেন্দ্র এবং ৩৫টি এফএম পরিচালনা করছে।

নতুন বিশ্ব, নতুন বেতার এই প্রতিপাদ্য এবারের সারাদেশে বেতার দিবস পালিত হচ্ছে।

আরও পড়ুন