আন্তর্জাতিক

বিহারের করোনায় মৃত্যু সংশোধনের পর নতুন বিশ্ব রেকর্ড

ময়ূখ

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ১০ই জুন ২০২১ ০৮:৪৭:৩২ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বিহারের করোনায় মৃত্যুর সংখ্যা সংশোধন করায়, ভারতে করোনায় একদিনে সর্বোচ্চ ৬ হাজার ১শ ৩৮ জনের মৃত্যু দেখানো হয়েছে।  যা করোনায় দৈনিক মৃত্যুর নতুন বিশ্ব রেকর্ড।

ভারতের উচ্চ আদালতের নির্দেশে ভালোভাবে যাচাই করার পর বিহার রাজ্যের মৃতের সংখ্যা বেড়ে গেছে ৭২ দশমিক ৮৪ শতাংশ।

ভারতে টানা তিন দিন ধরে ৫ শতাংশের নিচে করোনা রোগী শনাক্ত হচ্ছে। বুধবার এই হার ৪ দশমিক ৬৯ শতাংশ ছিল। ২৪ ঘণ্টায় শনাক্ত রোগীর সংখ্যা ৯৪ হাজার ৬২ জন। গত কয়েকদিনে কমেছে দৈনিক মৃত্যুর সংখ্যাও। তবে বৃহস্পতিবার দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ২৪ ঘণ্টায় ভারতে করোনায় মৃত্যু হয়েছে সর্বোচ্চ ৬ হাজার ১শ ৪৮ জন। যা একদিনে  করোনায় মৃত্যুর বিশ্ব রেকর্ড। এরআগে ১২ই ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের একদিনে মৃত্যু হয় ৫ হাজার ৪শ ৪৪ জনের।  

তবে বিহারের অতিরিক্ত ৩ হাজার ৯শ ৫১ জনের মৃত্যুই পাল্টে দিয়েছে এই পরিসংখ্যান। বিহারের ৩৮টি জেলার কোভিডে মৃত্যুর ঘটনা যাচাই করে দেখেছে স্বাস্থ্য অধিদপ্তর। তিন সপ্তাহের পর্যালোচনায় রাজ্যে করোনায় মৃত্যুর সংখ্যা এক লাফে ৭২ দশমিক ৮৪ শতাংশ বেড়ে যায়। বিহারে করোনায় মোট মৃত্যুর সংখ্যা এখন ৯ হাজারের বেশি।  

গত ১৮ই মে পাটনা হাইকোর্টের নির্দেশের পর কার্যত নড়েচড়ে বসে বিহার সরকার। রাজ্যের অতিরিক্ত সচিবের দাবি, বেসরকারি হাসপাতালে, হাসপাতাল থেকে বাড়ি ফেরার পথে, হোম আইসোলেশনে এবং কোভিড পরবর্তী ক্ষেত্রে নানা জটিলতার জেরে যাদের মৃত্যু হয়েছে, তাদের হিসাবে নেয়া হয়নি আগে। 

এদিকে, গোটা ঘটনায় কোনো গাফিলতি পাওয়া গেলে কর্মকর্তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছে বিহার সরকার।

 ভারতে এখন পর্যন্ত প্রাণহানি ৩ লাখ ৫৯ হাজারের বেশি। মোট শনাক্ত ২ কোটি ৯১ লাখ। ভারতে মোট টিকা দেয়া হয়েছে ২৩ কোটি ৯০ লাখের বেশি।

আরও পড়ুন