আন্তর্জাতিক, ভারত

বুধবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন মমতা 

হ্যাপী মাহমুদ

ডিবিসি নিউজ

সোমবার ৩রা মে ২০২১ ১১:০৯:১২ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

পশ্চিমবঙ্গে ২শ' ১৩ আসনে জিতে আবারও ক্ষমতায় যাচ্ছে তৃণমূল কংগ্রেস। নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বী বিজেপির ঝুলিতে যাচ্ছে ৭৭টি আসন।

সোমবার দেশটির গণমাধ্যম জানিয়েছে, মুখ্যমন্ত্রী হিসেবে বুধবার শপথ নেবেন মমতা বন্দোপাধ্যায়।   

আর বৃহস্পতিবার ও শুক্রবার শপথ নেবেন দলের বিজয়ী বিধায়করা। সোমবার দলীয় কার্যালয়ে জয়ী প্রার্থীদের সঙ্গে মমতার বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে।

এদিকে নন্দীগ্রামে ভোট পুনর্গণনার দাবি জানিয়ে প্রধান নির্বাচন কমিশনারকে চিঠি দিয়েছে তৃণমূল কংগ্রেস। যদিও এর আগে পুনর্গণনার দাবি খারিজ করে দিয়েছিলেন রিটার্নিং কর্মকর্তা। আর নন্দীগ্রামে জিতলেও পূর্ব মেদিনীপুরের গড় রক্ষার লড়াইয়ে হেরেছেন শুভেন্দু অধিকারী।

পূর্ব মেদিনীপুর জেলার ১৬টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস পাচ্ছে ১০টি। আর বিজেপির ঝুলিতে ছয়টি। নির্বাচনের ফল প্রকাশের পর কাঁকুড়গাছিতে অভিজিৎ সরকার নামে এক বিজেপি কর্মীকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে।

কোচবিহারের শীতলকুচিতে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে প্রাণ গেছে এক বিজেপি সমর্থকের।    

আরও পড়ুন