আবরার হত্যা

বুয়েটের শের-ই-বাংলা হলের প্রভোস্টের পদত্যাগ

আনোয়ার হোসেন

ডিবিসি নিউজ

বুধবার ৯ই অক্টোবর ২০১৯ ০৪:০৩:৪৭ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শের-ই-বাংলা হলের প্রভোস্ট ড. জাফর ইকবাল খান।

বুধবার (০৯ অক্টোবর) দুপুর পৌনে তিনটার দিকে বুয়েট শিক্ষক সমিতির সভাপতি সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন। আজ সকালেই হল প্রভোস্ট পদত্যাগপত্র জমা দিয়েছেন বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে।

এদিকে সতীর্থ আবরার হত্যাকাণ্ডের বিচার দাবিতে আন্দোলন করছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালেয় (বুয়েট) শিক্ষাথীরা। আন্দোলনে ১০ দফা দাবি করেন তারা। তাদের ১০ দফা দাবির মধ্যে প্রভোস্টের পদত্যাগের দাবিও ছিল।

শিক্ষার্থীদের আন্দোলন ও ক্রমাগত চাপের মুখে পদত্যাগ করতে বাধ্য হলেন বুয়েট শেরেবাংলা হলের প্রভোস্ট ড. জাফর ইকবাল।

এর আগে সোমবার রাত ৮ টায় আবরার ফাহাদকে ডেকে নেন কয়েকজন। প্রথমে তাকে নেয়া হয় ২০১১ নম্বর কক্ষে। পরে নেয়া হয় ২০০৫ নম্বর কক্ষে।

এরপর কয়েকদফা মারধরের পর মধ্যরাতে কয়েকজন ধরাধরি করে কক্ষের বাইরে বের করে এনে আবরারকে ফেলে রাখে সিঁড়িতে।

আরও পড়ুন