জেলার সংবাদ, কৃষি

বৃষ্টিতে পেঁয়াজ আবাদ পিছিয়েছে, চড়া বাজারেও দাম নিয়ে শঙ্কা কৃষকের

শামীম আহমেদ

ডিবিসি নিউজ

মঙ্গলবার ৫ই নভেম্বর ২০১৯ ১২:৩০:২১ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

এতদিনে মূলকাটা পেঁয়াজ ঘরে ওঠার কথা ছিল পাবনার কৃষকের। কিন্তু, বপন মৌসুমে টানা বর্ষণ ও হঠাৎ করে পদ্মা নদীর পানি বাড়ায় প্রায় ১ মাস পর বীজ রোপণ করতে হয়েছে।

এদিকে, এখন বাজারে ঊর্ধ্বমুখী থাকলেও, পরে দাম পাওয়া নিয়ে শঙ্কায় আছেন পেঁয়াজ চাষিরা।

সেপ্টেম্বরের শেষ সপ্তাহ থেকে অক্টোবরের প্রথম সপ্তাহের মধ্যে আগাম পেঁয়াজ রোপণ করেন পাবনার কৃষকেরা। কিন্তু, এবার হঠাৎ বন্যা আর বৃষ্টির কারণে বেশিরভাগ কৃষক ঠিক সময়ে বীজ রোপণ করতে পারেননি। আর, যারা সময়মত বীজ রোপণ করেছিলেন বৃষ্টিতে নষ্ট হয়েছে তাদের ফসল।

কৃষকেরা বলছেন, গত মৌসুমে ৪শ থেকে ৬শ টাকা মণে পেঁয়াজ বিক্রি করতে হওয়ায় উৎপাদন খরচ ওঠে আসেনি। আর, এবার এক মাস দেরিতে আবাদ শুরু করায় আবারও লোকসানের আশঙ্কা করছেন তারা।

এদিকে, সরবরাহ সংকটে পেঁয়াজ ভাণ্ডার হিসেবে খ্যাত পাবনার বাজারে পেঁয়াজ বিক্রি হচ্ছে ১০০ থেকে ১৩০ টাকা পর্যন্ত। তবে, অল্প দিনের মধ্যে এই সমস্যা কেটে যাবে বলে মনে করে স্থানীয় কৃষি বিভাগ।

দেশের মোট উৎপাদিত পেঁয়াজের তিনভাগের একভাগই হয় পাবনায়।

আরও পড়ুন