আন্তর্জাতিক, ইউরোপ

ব্রিটেনে অন্তত ২০ হাজার মানুষ কেয়ার হোমে মারা গেছে

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

বুধবার ১৩ই মে ২০২০ ০১:২০:২৮ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ব্রিটেনে করোনাভাইরাসে আক্রান্ত অন্তত ২০ হাজার মানুষ কেয়ার হোমগুলোতে মারা গেছে। ব্রিটিশ সরকারের তথ্যের উপর ভিত্তি করে বার্তাসংস্থা রয়টার্স এই হিসাব দিয়েছে।

১লা মে পর্যন্ত আট সপ্তাহে ব্রিটেনে মারা গেছে ৩৭ হাজার ৬২৭ জন মানুষ যার মধ্যে ইংল্যান্ড এবং ওয়েলসের কেয়ার হোমগুলোতে মারা গেছে ২০ হাজার।

মৃত্যুর এই সংখ্যার মধ্যে স্কটল্যান্ডের মৃত্যুর হিসাব নেই। এছাড়া, করোনা আক্রান্ত বহু রোগী যারা কেয়ার হোম থেকে পরবর্তীতে হাসপাতালে স্থানান্তর করা হয়েছে এবং মারা গেছে তাদেরকেও এই হিসাবের মধ্যে আনা হয় নি।

বর্তমানে ব্রিটেনে করোনাভাইরাসের মহামারীতে মৃত্যুর সংখ্যা ৪০ হাজার ছাড়িয়ে গেছে যা ইউরোপে যেকোনো দেশের চেয়ে বেশি। এতে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের করোনাভাইরাস মোকাবেলার কৌশল এবং যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে।

আরও পড়ুন