আন্তর্জাতিক

ব্রেক্সিট: ব্যাকস্টপ ব্যবস্থার বিকল্পের তীব্র সমালোচনা

ময়ূখ

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ১০ই অক্টোবর ২০১৯ ০৮:৩৮:১২ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনের ব্রেক্সিট প্রস্তাবে আইরিশ সীমান্তের বিতর্কিত ব্যাকস্টপ ব্যবস্থার বিকল্পের তীব্র সমালোচনা করেছেন ইউরোপীয় ইউনিয়নের নেতারা।   

বুধবার ইইউ'র ব্রেক্সিট বিষয়ক প্রধান মধ্যস্থতাকারী মিশেল বার্নিয়ের বলেন, আইরিশ সীমান্তের সংকট কাটাতে বরিস জনসন যে প্রস্তাব দিয়েছেন তা অপরীক্ষিত।

ইইউ এই মুহূর্তে কোন ধারণাপ্রসূত প্রস্তাবের ওপর ভিত্তি করে চুক্তি করবে না। বরং এই সংকটের কার্যকরী সমাধান প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি। বরিসের প্রস্তাবে নর্দার্ন আয়ারল্যান্ডের ইউরোপের একক বাজারে থাকার ধারণার গ্রহণযোগ্যতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

এদিকে, ব্রেক্সিট নিয়ে যুক্তরাজ্যের পক্ষ থেকে তেমন অগ্রগতি হয়নি বলে ইউরোপীয় পার্লামেন্টের এমপিদের জানিয়েছেন ইইউর সভাপতি জা ক্লদ জাঙ্কার।

আরও পড়ুন