ধর্ম, জাতীয়

বয়স্কদের হজের অনুমতি না দিলে মেনে নিতে হবে: ধর্ম প্রতিমন্ত্রী

Kamrul Islam Rubel

ডিবিসি নিউজ

সোমবার ২২শে মার্চ ২০২১ ০৫:৫২:৪৬ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সৌদি সরকার ষাটোর্ধ্ব ব্যক্তিদের হজের অনুমোদন না দিলে সে নির্দেশনা মেনে নিতে হবে বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী।

করোনাভাইরাসের কারণে এবার সীমিত পরিসরে হজ পালন করা হবে বলেও জানান ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। তবে, বাংলাদেশ থেকে কতজন হজ পালনে সৌদি আরব যাওয়ার অনুমতি পাবেন সৌদি সরকার তা এখনও ঠিক করেনি বলেও জানান প্রতিমন্ত্রী। কিন্তু, হজে যেতে হলে করোনাভাইরাসের টিকা নেয়া বাধ্যতামূলক বলেও জানান ফরিদুল হক খান। সোমবার (২২ মার্চ) সচিবালয়ে নিজ কার্যালয়ে এসব কথা জানান ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান।

তিনি আরও বলেন, 'হজ নিয়ে সৌদি সরকার এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত দেয়নি। এমনকি বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে এখনও এ বিষয়ে কোনও সিদ্ধান্ত হয়নি।'

২০২১ সালে বাংলাদেশ থেকে কতজন হজে যাবেন সে বিষয়ে আলোচনার চেষ্টা চলছে জানিয়ে ধর্ম প্রতিমন্ত্রী জানান, এ সংখ্যা ১০ হাজার বা তার বেশিও হতে পারে।

আরও পড়ুন