আন্তর্জাতিক, বিনোদন

ভারতীয় চলচ্চিত্র শিল্পে করোনার থাবা

হ্যাপী মাহমুদ

ডিবিসি নিউজ

শনিবার ২৪শে এপ্রিল ২০২১ ০৮:০২:১১ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ভারতীয় চলচ্চিত্রের তারকামহলে করোনা ছড়িয়েছে বেশ কয়েকদিন ধরেই। এই মহামারি ভাইরাসে আক্রান্ত হয়েছেন বহু তারকা শিল্পীই।

কেউ কেউ মারাও গেছেন।  শুক্রবার মৃত্যুর তালিকায় যোগ হলো সংগীত পরিচালক শ্রাবণ রাঠোরের নাম।  করোনা আক্রান্ত হয়ে আইসোলেশনে আছেন বলিউড ও টালিউডের বেশ কয়েকজন তারকা শিল্পী। 

নব্বইয়ের দশকের জনপ্রিয় সংগীত পরিচালক জুটি নাদিম-শ্রাবণ। করোনা আক্রান্ত হয়ে ৬৭ বছর বয়সে শুক্রবার মারা যান শ্রাবণ রাঠোর। 

১৮ই এপ্রিল সপরিবারে করোনা শনাক্ত হন বলিউড তারকা নীল নিতিন মুকেশ। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে নিজেই এ খবর জানান। একইদিন করোনা পজিটিভ হন অর্জুন রামপাল। আইসোলেসনের সময়টা বাসায় ছবি একে কাটান এই অভিনেতা। 

বলিউডের প্রখ্যাত ফ্যাশন ডিজাইনার মনীশ মালহোত্রাও করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আছেন আইসোলেসনে। 

গত ২০শে এপ্রিল করোনা শনাক্ত হয়ে হোম আইসোলেশনে যান টলিউড তারকা জিৎ। নিজের ইন্সটাগ্রাম একাউন্টে টিকা নেওয়ার পরও করোনা আক্রান্ত হওয়ার খবর জানান তিনি। 

একই দিনে করোনা পজিটিভ হন গ্ল্যামার কুইন শুভশ্রী গাঙ্গুলী। নির্বাচনী প্রচারনা বন্ধ রেখে আপাতত আরবানার ফ্ল্যাটে আইসোলেসনে আছেন এই তারকা। 

অন্যদিকে টিকা নিয়েও গত ২১শে এপ্রিল করোনা পজিটিভ হওয়ায়, টালিউডের শ্যুটিং ইউনিটে স্বাস্থ্যবিধি না মানার প্রবণতাকেই দায়ি করেছেন অভিনেত্রী চৈতি ঘোষাল। 

আরও পড়ুন