জেলার সংবাদ, কৃষি

ভারতীয় টমেটো আমদানির প্রভাবে ক্ষতিতে চাষিরা

শামীম আহমেদ

ডিবিসি নিউজ

রবিবার ৬ই অক্টোবর ২০১৯ ০৮:৫৮:২৫ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ভারতীয় টমেটো আমদানির কারণে শীতকালীন সবজির চারার ভালো দাম পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন শরীয়তপুরের জাজিরার চাষিরা।

শরীয়তপুরের জাজিরা উপজেলার জয়নগর। এই গ্রামের ১০ জন গেল ১৪ বছর ধরে কৃষক দীর্ঘদিন ধরে বাণিজ্যিকভাবে শীতকালীন টমেটো ও বেগুনের চারা উৎপাদন করে আসছেন। এবারও চারা আবাদ করেছেন তারা। কিন্তু, বিক্রি আশানুরুপ নয়।

আগে আশপাশের জেলার কৃষকরা জয়নগরের চারা নিয়ে যেতো। এবার স্থানীয় কৃষকরাই কিনছেন না সে চারা। দুই বছর ধরে উন্নত জাতের চারা রোপন করেও লাভবান হতে পারছেন না কৃষকেরা।

তার কারণ হিসেবে তারা বলেছেন, টমেটোর ভরা মৌসুমে ভারতীয় টমেটো আমদানি করায় দেশি টমেটো বাজারে বিক্রি কম হয়। উৎপাদন খরচ না তুলতে পারায় টমেটো চাষে আগ্রহ হারাচ্ছেন তারা।

স্থানীয় কৃষি বিভাগ জানিয়েছে, চাহিদা অনুসারে চারা উৎপাদন করলে লাভবান হবেন কৃষক। জেলায় এ বছর প্রায় ২ হেক্টর জমিতে শীতকালীন সবজির চারা উৎপাদন করেছেন কৃষকেরা।

আরও পড়ুন