আন্তর্জাতিক, ভারত

ভারতে করোনায় মৃত্যু দুই লাখ ১৮ হাজার ছাড়িয়েছে

Kamrul Islam Rubel

ডিবিসি নিউজ

সোমবার ৩রা মে ২০২১ ০৮:৪৭:৫৯ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

গতকাল রবিবার একদিনে ভারতজুড়ে শনাক্ত হয়েছে ৩ লাখ ৭০ হাজারের বেশি করোনা রোগী।

ভারতে করোনায় মৃত্যু দুই লাখ ১৮ হাজার ছাড়িয়েছে। রবিবার দেশটিতে একদিনে তিন হাজার চারশ ২২ জন মারা গেছে।এক দিনে দেশজুড়ে শনাক্ত হয়েছে তিন লাখ ৭০ হাজারের বেশি।

দ্বিতীয় দিনের মত দিল্লিতে চারশ'র বেশি মানুষ করোনায় মারা গেছে। করোনায় মারা গেছে দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সতেন্দ্র জাইনের বাবা।

দিল্লির একটি শিশু হাসপাতাল তীব্র অক্সিজেন সংকটে পড়েছে। অসুস্থ শিশুদের জন্য দ্রুত অক্সিজেন চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেদন করেছে সেখানকার চিকিৎসক।

আজ মধ্যরাতের মধ্যে দিল্লির হাসপাতালগুলোতে অক্সিজেন সরবরাহের জন্য কেন্দ্রকে নিশ্চিত করতে বলেছে দেশটির উচ্চ আদালত।দিল্লির একটি শিশু হাসপাতালে অক্সিজেন চেয়ে  ভারতের জন্য আরো এক হাজার ভেন্টিলেটর পাঠিয়েছে যুক্তরাজ্য। সংক্রমণ বাড়ায় হারিয়ানায় এক সপ্তাহের জন্য পূর্ণ লকডাউন জারি করা হয়েছে। রবিবার হারিয়ানায় একশ ২৫ জনের মৃত্যু এবং সংক্রমণ ১৩ হাজার ছাড়ানোয় এ সিদ্ধান্ত নিয়েছে হারিয়ানা রাজ্য সরকার।

আরও পড়ুন