আন্তর্জাতিক, ভারত

ভারতে লকডাউনের দ্বিতীয় দিন

আকরাম হোসেন

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ২৬শে মার্চ ২০২০ ১০:৪২:০৪ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

দাগ দিয়ে দূরে দাঁড়িয়ে বাজার করছে ক্রেতারা।

ভারতে লকডাউনের দ্বিতীয় দিন। সচেতনতা বাড়াতে দূরে দাঁড়িয়ে বাজার করতে দেখা যায় অনেককে। আবার আইন অমান্যকারীদের শাস্তি দিয়েও সচেতন করছে পুলিশ। দেশটিতে এ পর্যন্ত করোনা আক্রান্ত সাত শতাধিক। আর মারা গেছে ১৪ জন।

ভারতে দ্বিতীয় দিনের মতো চলছে লকডাউন। দেশটির বিভিন্ন জায়গায় সামাজিক দূরত্ব বজায় রাখার চর্চা নজর কাড়ছে অনেকেরই।

সচেতনতা বাড়াতে অভিনব পন্থা দেখা যাচ্ছে ভারতে। লকডাউনের মধ্যে যাদের বাজার করতে হচ্ছে তাদের দাঁড়ানোর জন্য গোল করে দাগ দেয়া হয়েছে। নির্দিষ্ট দূরত্বে থেকে ওই বৃত্তের মধ্যেই দাঁড়িয়ে ক্রেতারা।

দেশটির উত্তরাঞ্চলে আবার কেউ কেউ নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে মন্দিরেও হাজির হয়েছেন। তবে জরুরি কাজ ছাড়া লকডাউন অমান্য করে যারা বেরিয়েছে তাদের যানবাহন আটকে দেয়া হয়। এ সময় সচেতনতা বাড়াতে মুম্বাই, নাগপুরসহ বিভিন্ন শহরের বাসিন্দাদের শাস্তি দেয় পুলিশ।

কলকাতার রাস্তাগুলো দেখা যায় একেবারেই জনশূন্য। ২১ দিনের লকডাউন চলবে ১৪ই এপ্রিল পর্যন্ত।  

আরও পড়ুন