জেলার সংবাদ, কৃষি

ভারত পেঁয়াজ রপ্তানি নিষেধাজ্ঞা তুলে নেয়ায় দাম না পাওয়ার শঙ্কায় কৃষকরা

শামীম আহমেদ

ডিবিসি নিউজ

শনিবার ১৪ই মার্চ ২০২০ ১০:৪৬:৩০ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ভারত পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে নেয়ায় নিজেদের পেঁয়াজের দাম না পাওয়ার আশঙ্কা করছেন কুষ্টিয়ার কৃষখরা।

গত বছর পেঁয়াজের দাম আকাশচুম্বী হওয়ার ফলে এবার বেশি দাম পাওয়ার আশায় কুষ্টিয়া জেলায় পেঁয়াজ আবাদ বেড়েছে। কিন্তু এখন ভারতের নিষেধাজ্ঞা প্রত্যাহারের পাশাপাশি হঠাৎ করে পেঁয়াজের ক্ষেতে পচা রোগ দেখা দেয়ায় দুশ্চিন্তায় পড়েছেন অনেকেই।

বিভিন্ন এলাকার মাঠে জুড়ে পেঁয়াজ আবাদ চলছে। আর কদিন বাদেই এসব পেঁয়াজ ঘরে তুলবেন কৃষকরা। এমন সময়ে হঠাৎ করেই অনেক জমিতে গোড়া পঁচা রোগ দেখা দিয়েছে। রোগ দমনে প্রতিনিয়ত কীটনাশক স্প্রে করতে হওয়ায় উৎপাদন খরচ বাড়ছে কৃষকের।

একে তো রোগবালাই, তার ওপর ভারত পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে নেয়ায় চাষিদের হতাশা যেন আরও বাড়ছে। তবে, আবহাওয়া ভালো থাকলে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি পেঁয়াজ উৎপাদনের আশা কৃষি বিভাগের।

গতবারের তুলনায় এবার জেলায় পেঁয়াজ আবাদ ১০ ভাগ বেড়েছে। গত বছর জেলায় পেঁয়াজ আবাদ হয়েছিলো ১১ হাজার ১৯০ হেক্টর জমিতে। এবার সেখানে চাষ হয়েছে ১২ হাজার ১০ হেক্টর জমিতে।

আরও পড়ুন